আগরতলা, ৫ ডিসেম্বর: মোহনপুরের জগৎপুরের গোবর্ধন পাড়ায় নেশাগ্রস্ত প্রতিবেশীর হামলায় গুরুতরভাবে আহত হয় এক স্কুল পড়ুয়া ছাত্র ও তার মা। ঘটনাটি ঘটে শুক্রবার সকালবেলা।
আহত ছাত্রের নাম দেবরাজ দেবনাথ (দ্বাদশ শ্রেণীর ছাত্র)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দীপক সূত্রধর নামের ওই যুবক দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশীদের উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সকালেও সে বকাবকি শুরু করলে দেবরাজ ও তার মা আলপনা দেবনাথ ঘর থেকে বেরিয়ে আসেন। অভিযোগ, তখনই দীপক ধারালো দা নিয়ে তাদের বাড়িতে ঢুকে মা–ছেলেকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
দেবরাজের কাঁধ ও হাতে গভীর কোপের আঘাত লাগে। আহত হন তার মা আলপনা দেবনাথও। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী দীপককে আটক করে গণধোলাই দেন।
পরবর্তীতে আহত মা–ছেলেসহ দীপক সূত্রধরকে স্থানীয়রা মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীপক সূত্রধরকে আটক করে।
স্থানীয় মানুষের অভিযোগ—দীপক সূত্রধর নেশার ঘোরে প্রায়ই এলাকায় তাণ্ডব চালায় ও আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
2025-12-05

