ধর্মনগর, ৫ ডিসেম্বর: ধর্মনগরের রাজবাড়ী এলাকায় অবস্থিত ভি মার্ট শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার এক সচেতন ক্রেতা ভি মার্ট থেকে কেনা খেজুরের প্যাকেট বাড়িতে খুলে দেখতে পান পণ্যটি সম্পূর্ণ নষ্ট। পরবর্তীতে প্যাকেট পরীক্ষা করে তিনি নিশ্চিত হন যে সেটি বহু আগেই মেয়াদোত্তীর্ণ।
অভিযোগকারী পুনরায় ভি মার্টে ফিরে গিয়ে একই ধরনের অন্যান্য প্যাকেট পরীক্ষা করলে বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানা যায়। শুধু খেজুর নয়—মলের বিভিন্ন সেকশনেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ছিল বলে তার অভিযোগ।
এ ঘটনাকে কেন্দ্র করে শপিং মলের কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগকারীর কথায়, “এত বড় ব্র্যান্ডের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য বিপজ্জনক।”
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, বড় প্রতিষ্ঠানের উচিত গ্রাহকদের আস্থা বজায় রাখতে আরও সতর্কতার সঙ্গে স্টক পর্যবেক্ষণ করা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভি মার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্রাহকদের উদ্দেশে অভিযোগকারী অনুরোধ করেছেন—যেকোনো পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ অবশ্যই যাচাই করার জন্য।

