কৈলাসহর, ৪ ডিসেম্বর: কৈলাসহরে ইরানি থানার শ্রীনাথপুর এলাকার একটি নাবালিকা অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালত রায় প্রদান করেছে। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং আসামী আরিদ আলীকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর যখন নাবালিকার পরিবারের লোক সন্ধ্যায় তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তী অনুসন্ধান চলাকালীন জানা যায়, ইছবপুর গ্রামের পাখিরবাদা এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে আরিদ আলী ও আরও একজন মিলে মোটরবাইকে নাবালিকাকে গোলকপুর চা বাগানে অপহরণ করে।
পরের দিন, ২৬ অক্টোবর নাবালিকার পিতা ইরানি থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন কিংকর পাল। তিনি দ্রুত নাবালিকাকে উদ্ধার করে আসামীকে গ্রেফতার করেন। ৩০ নভেম্বর, তদন্তকারী অফিসার চার্জশিট স্পেশাল কোর্টে জমা দেন, এবং মামলাটি স্পেশাল পকসো ৯/২৩ হিসাবে রেজিস্ট্রি হয়।
মামলার শুনানিতে সর্বমোট ১৩ জন সাক্ষী সরকারি পক্ষে দাখিল করেন। পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব জানান, আসামীকে আইপিসি সেকশন ৩৬৩ অনুযায়ী পাঁচ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা, এবং ৩৭৬ ও পকসো অনুযায়ী ২০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ড কার্যকর হবে।
এ রায়ে ন্যায়বিচার পাওয়ায় নাবালিকা ও তার পরিবার সন্তুষ্ট, এবং এলাকাবাসীও দীর্ঘ দিনের ন্যায়বিচার প্রাপ্তির খুশি প্রকাশ করেছেন।

