ধর্মনগর, ৪ ডিসেম্বর : ধর্মনগর বার লাইব্রেরির সামনে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। বহির রাজ্যের এক রাস্তার পাশের আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুলিশের একটি বোলেরো গাড়ির ধাক্কা থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি বোলেরো গাড়ি পেছনে নেওয়ার সময় গিয়ার না পড়ে সামনের দিকে এগিয়ে যায়। ফলে গাড়িটি সোজা উঠে বসে ওই ওষুধ বিক্রেতার অস্থায়ী দোকানের ওপর। এতে তার দোকানে রাখা সমস্ত কাচের বোতল, বনেদি আয়ুর্বেদিক ওষুধ ও অন্যান্য সামগ্রী চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনার সময় ওষুধ বিক্রেতা পাশের দোকানে টিফিন করছিলেন।
তিনি জানান, “দেখি গাড়িটা আমার দোকানের দিকে এগোচ্ছে, তখনই চিৎকার করি। কিন্তু ড্রাইভার কোনোভাবেই গাড়ি থামাতে পারেনি। আমার সব জিনিস নষ্ট হয়ে গেছে।”
এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, একই ড্রাইভার আগেও এক মহিলা উকিলকে ধাক্কা দিতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছিল। ফলে আজকের ঘটনার পর ক্ষুব্ধ আইনজীবীরা গাড়িটিকে আটকে রেখে ক্ষতিপূরণের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর থানার এসআই মনোজ কুমার পাল। উকিলরা স্পষ্ট জানিয়ে দেন, থানায় নিয়ে গিয়ে টাকা দিলে চলবে না, ঘটনাস্থলেই ওই দরিদ্র বিক্রেতাকে ক্ষতিপূরণ দিতে হবে।
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—এতটাই অনফিট পুলিশ গাড়ি রাস্তায় চলল কীভাবে? এখন দেখার বিষয়, এই ক্ষতিগ্রস্ত দরিদ্র আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতাকে কতটা সাহায্য করে পুলিশ প্রশাসন।

