গোমতী জেলায় ৩ মাস বেতনহীন অম্পি ব্লকের রেগা কর্মচারীরা, ক্ষোভ চরমে

আগরতলা, ৪ ডিসেম্বর : গোমতী জেলার অম্পি আর-ডি ব্লকের রেগা কর্মচারীরা গত তিন মাস যাবৎ বেতনভাতা থেকে বঞ্চিত। এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়েছেন তাঁরা।

তাঁরা জানিয়েছেন, রেগা ইঞ্জিনিয়াররা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত বেতন পাননি। একই সময়ে ব্লকের অন্যান্য রেগা কর্মচারীরাও অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাচ্ছেন না।

কর্মচারীরা অভিযোগ করেছেন যে, অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা সমস্যার কারণ হিসেবে অনলাইন সাইটের ত্রুটি উল্লেখ করে বেতন প্রদান পিছিয়ে দিচ্ছেন। তবে এই অজুহাত গত তিন মাস ধরে চলছে, যা কর্মচারীদের মধ্যে সন্দেহ ও ক্ষোভ বাড়াচ্ছে।

বোনাস ও দুর্গা পুজোর এডভান্স থেকেও বঞ্চিত হওয়া কর্মচারীরা এখন বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট উত্তর না পাওয়ায় কর্মচারীরা মনে করছেন, এটি কি কোনো অফিসিয়াল অনিয়ম বা অন্য কোনো ফন্দি নয়তো।

অম্পি ব্লক আধিকারিক এবং গোমতী জেলা প্রশাসক উভয়ের উপরেই প্রশ্নের মুখে কর্মচারীরা। সমস্যার দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত বেতনহীন অবস্থায় কর্মীরা অতিষ্ঠ।

Leave a Reply