রাহুল গান্ধীর মন্তব্যে তোলপাড়, রেনুকা চৌধুরীর সংসদে কুকুর নিয়ে আসা নিয়ে বিতর্ক

নয়া দিল্লি, ২ ডিসেম্বর: কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার সংসদ ভবনে দলের সাংসদ রেনুকা চৌধুরী কর্তৃক এক পথহারা কুকুর সংসদ ভবনে নিয়ে আসার ঘটনায় মন্তব্য করেছেন। তিনি বলেন, “পেটস (পোষা প্রাণী) বাইরে আসতে দেওয়া হয় না, কিন্তু ‘ভিতরে’ তাতে কোন সমস্যা নেই।”

গান্ধী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “আজকের মূল আলোচনার বিষয় কুকুর, মনে হয়। ওই কুকুরের কী দোষ? কুকুরটি এখানে এসেছিল। কেন সেটাকে অনুমতি দেওয়া হয়নি?” তিনি সংসদ ভবনের দিকে ইঙ্গিত করে আরও বলেন, “পেটস এখানে আনা যায় না, কিন্তু তারা ভেতরে আসতে পারে।”

তিনি পরে মন্তব্য করেন, “এটাই আজকাল ভারতের আলোচ্য বিষয়।”

তবে রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র প্রভদীপ ভান্ডারি। তিনি এক টুইট বার্তায় বলেন, “রাহুল গান্ধী তাঁর কংগ্রেস সদস্যদের এবং বিরোধী নেতাদের কুকুরের সঙ্গে তুলনা করছেন! এইভাবে পারিবারিক দল ‘গণতন্ত্রের মন্দির’কে অপমান করছে।”

এদিকে, কংগ্রেস সাংসদ রেনুকা চৌধুরী গত সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবনের মাঠে এক পথহারা কুকুর নিয়ে আসেন, যা নিয়ে অন্য সাংসদদের মধ্যে প্রতিবাদ দেখা যায়। চৌধুরী তাঁর পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “এখানে যারা বসে আছেন, তারা আসল কুকুর। যারা মানুষের উপর আক্রমণ চালায়।”

তিনি আরও বলেন, “আমি ওই কুকুরটিকে সংসদ ভবনে নিয়ে এসেছি কারণ আমি পথ চলতে গিয়ে একটি স্কুটার ও গাড়ির মধ্যে সংঘর্ষ দেখতে পাই। তারপরই কুকুরটিকে রাস্তার পাশে দেখে তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।”