আগরতলা, ১ ডিসেম্বর: লোকভবনে নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি নাগাল্যান্ডের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরে অতিথিদের শুভেচ্ছা জানান।
সংবিধান অনুযায়ী নাগাল্যান্ড ভারতীয় ইউনিয়নের ১৬তম রাজ্য হিসেবে ১ ডিসেম্বর ১৯৬৩ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয়। এর আগে এটি আসামের অংশ হিসেবে ছিল এবং পরবর্তীতে নাগা হিলস ও তুয়েনসাং ফ্রন্টিয়ার ডিভিশনকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছিল। ১৯৬২ সালের ‘নাগাল্যান্ড রাজ্য আইন’ পাসের মাধ্যমে নাগাল্যান্ডকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
এই দিনটিতে রাজ্যপাল বলেন, নাগাল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং স্বায়ত্তশাসনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে নাগাল্যান্ডের ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অতিথিরা ঐতিহ্যবাহী হর্নবিল উৎসব সম্পর্কেও মন্তব্য করেন।
উল্লেখ্য, এদিন থেকে আগরতলার রাজভবন ‘লোকভবন’ হিসেবে পরিচিত হয়েছে। নাগাল্যান্ড স্টেটহুড ডে উদযাপনের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

