কৈলাসহর, ১ ডিসেম্বর: রাজ্যের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তার গৌরবময় পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে সোমবার দুপুরে স্কুল মাঠে সপ্তাহব্যাপী উদযাপনের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আর, শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক অসীম চক্রবর্তীসহ বিশিষ্টজনেরা।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা। পঁচাত্তরতম বর্ষ উদযাপন উপলক্ষে ৩০ নভেম্বর বিকেলে শহরে বর্ণাঢ্য সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী টিংকু রায়, স্থানীয় বিধায়ক বিরজিত সিনহা এবং শহরবাসীর বিস্তৃত অংশগ্রহণ দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানশিক্ষক অসীম চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে গিরিশানন্দ মহারাজ রামকৃষ্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ বছরের সমৃদ্ধ যাত্রাপথ ও রামকৃষ্ণ ভাবধারায় শিক্ষাদানের ধারা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন প্রধানশিক্ষক ফনিভূষণ আচার্য, চিত্ত রঞ্জন আচার্যী, কুঞ্জ মোহন কর্মকার ও কমলা কান্ত দত্ত পুরকায়স্থ—এই চারজনের পরিবারের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি সদ্য অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মাখন চন্দ্র ধর এবং বর্তমান প্রধানশিক্ষক অসীম চক্রবর্তীও সম্মাননা লাভ করেন।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে থাকছে প্রাক্তন ছাত্র সম্মেলন, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক কর্মসূচি এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও রাজ্যের শিল্পীদের পাশাপাশি টলিউড এবং বলিউডের খ্যাতিমান শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

