আগরতলা, ২৮ নভেম্বর:
এয়ারপোর্ট থানাধীন উত্তর নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, একই এলাকার বাসিন্দা সেন্টু দাস দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং বিভিন্ন বাড়িতে চুরির ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে। সর্বশেষ, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফে কর্মরত বাবুল নাগের বাড়িতে বড়সড় চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেন্টু দাসের বাড়িতে না থাকার সুবাদে বাবুল নাগের বাড়ির গডরেজ লকার ভেঙে ২ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং ১.৫ ভরি ওজনের স্বর্ণের বালা চুরি হয়। ঘটনার পর বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের দাবি, সেন্টু দাস দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি সহ বিভিন্ন অবৈধ ও অসামাজিক কাজে জড়িত। এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করা থেকে শুরু করে স্থানীয় যুবকদের ভুলপথে পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ জনতা সেন্টুর বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এসময় তার বাড়ি থেকে ব্যাগভর্তি নগদ টাকা উদ্ধার হয়, যা স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর অভিযোগ, সেন্টুর অসামাজিক কর্মকাণ্ডে তার পরিবারের অন্যান্য সদস্যরাও যুক্ত। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া এবং পুলিশের কথাও অমান্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অবশেষে জনতার ধৈর্যের সীমা অতিক্রান্ত হলে তারা সেন্টুর বাড়িতে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে এলাকা থেকে বহিষ্কারের দাবিও জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

