আইআইটি গুয়াহাটি জল থেকে সীসা অপসারণে উন্নত মাইক্রোবিয়াল প্রযুক্তি উদ্ভাবন ক

গুয়াহাটি, ২৮ নভেম্বর : আইআইটি গুয়াহাটি গবেষকরা সম্প্রতি এমন এক উন্নত মাইক্রোবিয়াল প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা দূষিত জল থেকে সীসা অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করতে সক্ষম। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি দেশের জলের মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কর্ণাটকের উডুপিতে পৌঁছেছেন কোটী গীতা লেখনা যজ্ঞ অভিযান এবং গীতা পারায়ণ—সমষ্টিগতভাবে ভাগবৎ গীতা পাঠ—অনুষ্ঠানে অংশ নিতে। উডুপি পরিবায়া শ্রী পুথিগে মঠের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে তিনি স্বর্ণমণ্ডিত তীর্থ মণ্ডপ উদ্বোধন করেন এবং ভক্ত কানকদাসার প্রতি কৃষ্ণের দয়া স্মরণে নির্মিত স্বর্ণমণ্ডিত ‘কানাকা কিন্ডি’ উৎসর্গ করেন।

মাঙ্গালুরুতে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্দুরাও প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আগমনে উডুপিতে ছিল উৎসবের আমেজ। দুই কিলোমিটার দীর্ঘ রোড শো চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে ফুল বর্ষণ করে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

রোড শোকে ঘিরে ঐতিহ্যবাহী যক্ষগান ও হুলিভেশা নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা করেন। এরপর প্রধানমন্ত্রী উডুপি শ্রী কৃষ্ণ মঠে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply