বাইক চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

আগরতলা, ২৭ নভেম্বর: একটি মোটরবাইক চুরি করে নিয়ে গিয়ে পরবর্তীতে সেটিতে আগুন লাগিয়ে ধ্বংস করার অভিযোগে এক অভিযুক্তকে আটক করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাথালিয়াঘাট ভিলেজের বাসিন্দা বিকু দেববর্মা (২৪)–কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির পর ঘটনাটি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্ত যুবক বাইকে আগুন ধরিয়ে দেয় বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের নজরে আসে বিকুর নাম। এরপর বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ অভিযুক্তকে বিশ্রামগঞ্জ থানার পক্ষ থেকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।