গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ বাপের বাড়ির সদস্যদের

আগরতলা, ২৭ নভেম্বর : রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষনগর অটো স্ট্যান্ড এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার স্বামীর বাড়ির লোকজনদের অভিযোগ সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। পক্ষান্তরে মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে আইজিএম হাসপাতালে। মৃত গৃহবধুর নাম অর্পিতা ঘোষ। মৃতার স্বামীর নাম অভিজিৎ সাহা। বাড়ি সুভাষ নগর অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধুর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমনকি এ ধরনের অভিযোগ এনে মৃতার স্বামীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

অভিযোগের এখানেই শেষ নয়, মৃতার ভাসুর তার ওপর নির্যাতন চালাতো বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মৃতার স্বামী অভিজিৎ সাহা জানান তাদের পরিবারে কোন ধরনের ঝামেলা ছিল না। মৃত্যুর কিছুক্ষণ আগেও তার স্ত্রী নাকি দোকানে এসে তাকে পান খাওয়ার জন্য পান দিয়ে গেছে। কিছুক্ষণ পর থেকে তার বৌদিকে নাকি তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় রান্না ঘরের দরজা বন্ধ। রান্না ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ মৃতার স্বামীর।

কিন্তু এধরনের অভিযোগ মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকজনরা। দেহটি উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃতার বাপের বাড়ির লোক ও আত্মীয়-স্বজনরা তার স্বামীকে মারধর করেছে বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।