চিফ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ২০২৬ সালের জন্য ইন্টারন্যাশনাল আইডিয়া’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন

নয়া দিল্লি, ২৭ নভেম্বর : ভারতীয় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান, জ্ঞানেশ কুমার, ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা প্রতিষ্ঠান (ইন্টারন্যাশনাল আইডিয়া) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ২০২৫ সালের ৩ ডিসেম্বর, সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত সদস্য রাষ্ট্রদের কাউন্সিল সভায় চেয়ারম্যান হিসেবে পদভার গ্রহণ করবেন এবং ২০২৬ সালের পুরো বছরজুড়ে কাউন্সিল সভাগুলোর সভাপতিত্ব করবেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল আইডিয়া একটি আন্তঃসরকারী প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নির্বাচন প্রক্রিয়া শক্তিশালী করতে কাজ করে। বর্তমানে সংস্থাটির ৩৫টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপান পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে।

ভারত ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সংস্থার শাসন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জ্ঞানেশ কুমারের চেয়ারম্যান হিসেবে পদভার গ্রহণ আন্তর্জাতিকভাবে ভারতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি এবং গুনগত মানের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

চেয়ারম্যান হিসেবে জ্ঞানেশ কুমার ভারতীয় নির্বাচন কমিশনের ব্যাপক অভিজ্ঞতা এবং প্রায় এক বিলিয়ন ভোটারের নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে দেশটির অর্জিত দক্ষতাকে বিশ্বব্যাপী প্রচার করবেন। তাঁর নেতৃত্বে, ভারতীয় নির্বাচন কমিশন এবং ইন্টারন্যাশনাল আইডিয়া একযোগে বৈশ্বিক নির্বাচন সংস্কার, জ্ঞানের আদান-প্রদান এবং পেশাদারী নেটওয়ার্ক দৃঢ় করার লক্ষ্যে কাজ করবে।

বিশ্বজুড়ে বর্তমানে নির্বাচন ব্যবস্থায় যে নতুন চ্যালেঞ্জগুলো যেমন মিথ্যা তথ্য, নির্বাচন সহিংসতা এবং ভোটারদের প্রতি অবিশ্বাসের প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলো মোকাবিলায়ও সহযোগিতা বাড়ানো হবে। এ বিষয়ে ইসি’র প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইডিইএম) বিভিন্ন যৌথ কর্মসূচি, কর্মশালা এবং গবেষণা উদ্যোগে আন্তর্জাতিক আইডিয়াকে সহায়তা করবে।

এছাড়া, আইআইডিইএম ইতিমধ্যেই ২৮টি দেশের সঙ্গে মউ স্বাক্ষর করেছে এবং এর প্রতিষ্ঠার পর থেকে ১৪২টি দেশের ৩,১৬৯ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, ভারতীয় নির্বাচন কমিশন এবং ইন্টারন্যাশনাল আইডিয়া একসঙ্গে ভারতের নির্বাচনী সেরা অনুশীলন এবং উদ্ভাবনগুলো বিশ্বজুড়ে প্রচার ও প্রসার করবে।

Leave a Reply