আগরতলা, ২৬ নভেম্বর : সোনামুড়া হাসপাতাল রোডে হলি চাইল্ড একাডেমির সামনে ভয়াবহ যান দূর্ঘটনার শিকার হয়েছে নার্সারি পড়ুয়া ছাত্র ও তাঁর মা। দ্রুতগতিতে আসা একরি অটো তাঁদেরকে সজোরে ধাক্কা দেয়। স্কুলে যাওয়ার সময় এই দুর্ঘটনায় নার্সারি পরোয়ার ছাত্র তৈমূল খানের জীবন তছনছ হয়ে যায়। ধাক্কার পর শিশুটি গাড়ির নিচে আটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়ির নিচ থেকে তৈমূলকে বের করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা সূত্রে জানা গেছে, তৈমূলের একটি পা ভেঙে গেছে এবং সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শিশুটির মায়ের আঘাতও গুরুতর হলেও তিনি বর্তমানে স্থিতিশীল। পরিবারটি কাঁকড়াবন এলাকার বাসিন্দা হলেও বাবার কর্মসূত্রে তারা সোনামুড়ায় ভাড়া বাড়িতে থাকেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, একই গাড়ি দুর্ঘটনার সময় একটি স্কুটিকেও ধাক্কা দেয়। বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বহুবার সোনামুড়া থানায়, মহকুমা শাসকের কাছে এবং নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনের কাছে বিদ্যালয়ের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই অবহেলার ফলেই এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে।
স্থানীয়রাও অভিযোগ তুলেছেন যে রাস্তাটিতে নিয়মিতভাবে দ্রুতগতির যান চলাচল করে, অথচ যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এই ঘটনায় এলাকার অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

