ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগের আঙুল বিজেপির দিকে

ধর্মনগর, ২৬ নভেম্বর: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। সূত্রের খবর, রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতীরা শতবর্ষ প্রাচীন এই ভবনে আগুন লাগানোর চেষ্টা করে। তবে দ্রুত ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্পের জন্য রক্ষা পায় ভবনটি।

আজ সকালেই খবর পেয়ে কংগ্রেস কর্মীরা ভবনে ছুটে এসে দেখেন—মাটিতে পোড়া জাতীয় পতাকা, ভাঙাচোরা চেয়ার-টেবিল এবং ঘরের ভেতরে আগুন ধরানোর চেষ্টার একাধিক চিহ্ন। ভবনের সামনে রাখা কিছু ভাঙা পতাকাও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে সরাসরি বিজেপি কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগ তোলেন। তিনি এই ঘটনাকে ‘কুৎসিত রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেন এবং তীব্র নিন্দা জানান। তাঁর বক্তব্য, “বিজেপি যতই অপপ্রয়াস চালাক, কংগ্রেস কর্মীরা পিছিয়ে যাবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টা নাগাদ ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। পরে একটি মিছিল শহর পরিক্রমা করে। এরপর দলীয় নেতারা ধর্মনগর আরক্ষা দপ্তরে গিয়ে একটি এফআইআর দায়ের করেন।