আমবাসা, ২৩ নভেম্বর: আমবাসা শহরে লাগাতার বেড়ে চলেছে চুরির ঘটনা। দিন যত গড়াচ্ছে, ততই চোরের দলের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতেই চোরের দল আমবাসা টিআরটিসি সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায়। আর্ট ইউনিটসহ চারটি দোকানে তালা ভেঙে হানা দেয় চোর। নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী লুট করার চেষ্টা করলেও তেমন কিছুই তাদের হাতে লাগেনি বলে জানা যায়। ঘটনার পর দোকানদারদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিকে, এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

