ঊনকোটিতে ইউনিটি মার্চ: আত্মনির্ভর, স্বচ্ছ ও নেশামুক্ত ভারতের বার্তা ছড়িয়ে পদযাত্রা

আগরতলা, ১৮ নভেম্বর : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে শুরু হলো জেলা-স্তরের ইউনিটি মার্চ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ভারত সরকার এবং মাই ভারত কেন্দ্রের সহযোগিতায় ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই পদযাত্রায় জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পদযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন ঊনকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার (আইএএস), জেলা সভাধিপতি অমলেন্দু দাস এবং পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।

ঐক্য ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই ইউনিটি মার্চে জেলার বহু ছাত্রছাত্রী, যুব সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সর্দার প্যাটেলের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই দেশব্যাপী একতা যাত্রার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, যাত্রার মূল লক্ষ্য— আত্মনির্ভর ভারত, স্বচ্ছ ভারত এবং নেশামুক্ত সমাজ গঠন।

জানা গেছে, রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি চলমান এবং আগামী ২৪ নভেম্বর এই পদযাত্রা শেষ হবে। পাশাপাশি সর্বভারতীয় একতা যাত্রায় দেশের প্রতিটি জেলা থেকে দু’জন প্রতিনিধি সর্দার প্যাটেলের জন্মস্থানে পৌঁছাতে প্রায় ১০০ কিলোমিটার পথ পদযাত্রা করবেন।

ঊনকোটির এই ইউনিটি মার্চ তাই জাতীয় সংহতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে সফলভাবে সম্পন্ন হয়।