জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উদযাপন কংগ্রেস ভবনে

আগরতলা, ১৪ নভেম্বর:

আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩৬তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান পালিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

পতাকা উত্তোলনের পর নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত কার্যকর্তারা। পরে গান্ধীঘাটে অবস্থিত জওহরলাল নেহেরুর শহীদ বেদীতেও দলীয় নেতা ও কর্মীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। একইসঙ্গে দিনের তাৎপর্য অনুসারে শিশু দিবস হিসেবেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন বহু বছর ধরেই শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাঁর জীবনী, চিন্তাধারা ও জাতি গঠনে তাঁর অসামান্য অবদান আজও প্রাসঙ্গিক। অনুষ্ঠানে নেহেরুর জীবন, দর্শন ও স্বাধীনোত্তর ভারতের অগ্রযাত্রায় তাঁর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।