আগরতলা, ১৩ নভেম্বর : বছরের পর বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে বড়জলা বিধানসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের ঘোষপাড়া–দশমীঘাট সংযোগ রাস্তা। রাস্তাটির দু’পাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ, ফলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই।
এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুজোর আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও, সেটিও বাস্তবায়িত হয়নি।
স্থানীয় কাউন্সিলর সুপর্ণা দেবনাথের উদাসীন ভূমিকার সমালোচনা করেছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, এলাকার রাস্তাঘাটের অবস্থা দিন দিন বেহাল হচ্ছে, অথচ কাউন্সিলর কোনও পদক্ষেপ নিচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

