আগরতলা, ১৩ নভেম্বর: সাত সকালে এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে দমশীঘাট এলাকায়। একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি চায়ের দোকানে। সংঘর্ষের পর অটোটি উল্টে যায়, তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।
চাক্ষুষ প্রত্যক্ষদর্শীদের মতে, অটোচালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানে কয়েকজন ক্রেতা উপস্থিত থাকলেও কেউ গুরুতর আহত হননি।
দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি উদ্ধার করে। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক।

