উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করলেন রাজ্যপাল

আগরতলা, ৫ নভেম্বর : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত গ্রাম পরিদর্শন করেন। ঐ গ্রামগুলিতে স্থানীয় জনগণের আতিথেয়তায় আপ্লুত হন রাজ্যপাল। সীমান্ত গ্রামের জনগণও রাজ্যপাল কে কাছে পেয়ে এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা বলার সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত হন।

রাজ্যপাল আজ প্রথমে উত্তর ত্রিপুরা জেলার দশদা ব্লকের সীমান্তবর্তী গ্রাম ভান্ডারীমার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। তারপর তিনি ভান্ডারীমা ভিলেজ কমিটির অন্তর্গত ব্রু পুনর্বাসন গ্রাম খাসনামপাড়া যান এবং সেখানেও তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করেন। রাজ্যপাল প্রথমবারের মতো খাসনামপাড়া ব্রু বসতিতে যাওয়ায় ব্রু সম্প্রদায়ের জনগণ সন্তোষ ব্যক্ত করেন। মতবিনিময়ের সময় রাজ্যপাল ইয়াপ্রি দল নাংমা বদল স্বসহায়ক দলকে এবং তাংসাউথ স্বসহায়ক দলকে চেক প্রদান করেন।

রাজ্যপাল স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প এবং সামাজিক পেনশন প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান। তিনি জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিত জনগণকে অবহিত করেন। তিনি এ সমস্ত অঞ্চলে জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য সহ মৌলিক পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও বিস্তারিত তুলে ধরেন।

রাজ্যপাল অভিভাবকদের তাদের সন্তানদের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে এবং নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণে ভর্তি করার জন্য উৎসাহিত করেন। রাজ্যপাল স্বসহায়ক দলগুলিকে তাদের উৎপাদিত পণ্যের পরিসর সম্প্রসারণ এবং স্বনির্ভর হবার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের পরামর্শ দেন। তাছাড়াও স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দক্ষতা অজর্নের জন্য মহিলা এবং যুবকদের উৎসাহিত করেন।

খাসনামপাড়া ব্রু পুনর্বাসন গ্রাম পরিদর্শনের সময় রাজ্যপাল প্রত্যক্ষ করেছেন, পুনর্বাসন প্রাপ্ত ব্রু’ দের জীবনযাত্রার মান অনেকটাই উন্নয়ন্নমুখী। কারণ, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগের ফলে এই গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল, ইন্টারনেট, স্বাস্থ্য পরিষেবা ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাজ্যপাল আশ্বাস দেন, সীমান্ত গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরো দ্রুত বাস্তবায়ন করা হবে।
সীমান্ত গ্রাম পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।