বিশালগড়, ৫ নভেম্বর : বুধবার দুপুরে বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম জিয়ারুল ইসলাম। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই ঘাতক গাড়ির চালককে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলাম দুই বছর আগে বিশালগড় নদীলাকের মানিক মিয়ার মেয়েকে বিবাহ করেন। সম্প্রতি তাঁর স্ত্রীর কোল জুড়ে জন্মেছে এক নবজাতক সন্তান, মাত্র এক সপ্তাহ আগে।
নিহতের শ্যালকের দাবি, চিকিৎসার জন্য জিয়ারুল ইসলাম বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। বুধবার দুপুরে চেলিখলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে ধরে পুলিশের উপস্থিতিতেই বেধড়ক মারধর করে। পরে পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে, নবজাতক সন্তানকে রেখে জিয়ারুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়।

