আগরতলা, ৩ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে যাত্রাপুর থানার নিদয়া তিনঢেপা এলাকায় ঘটেছে মর্মান্তিক খুনের ঘটনা। বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। নিহতের নাম রাসু শীল (৩৫)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম গৌতম শীল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। সেই বচসা মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, উত্তেজনার বশে গৌতম ধারালো অস্ত্র দিয়ে ভাই রাসুকে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রাসুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত গৌতম শীল পলাতক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের মেঘ।

