আগরতলা, ২ নভেম্বর : রাজ্যের শাসক দল প্রায়ই দাবি করে যে ত্রিপুরায় “ট্রিপল ইঞ্জিন সরকারের” আমলে উন্নয়নের জোয়ার বইছে। তবে বাস্তব ছবিটা তার সম্পূর্ণ উল্টো—ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত পূর্ব ছামনু সত্যবান কারবারি পাড়া তার জ্বলন্ত উদাহরণ।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও গ্রামটিতে মৌলিক পরিকাঠামোর কোনো উন্নয়নই হয়নি। আজও রাস্তা-ঘাট কাঁচা, পানীয় জলের অভাব, বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত, এবং স্বাস্থ্য পরিষেবারও তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে চরম দুর্ভোগে দিনযাপন করতে হচ্ছে আদিবাসী পরিবারগুলিকে।
অন্যদিকে, সরকার ও জনপ্রতিনিধিদের “উন্নয়নের বার্তা” গ্রামের মানুষদের কাছে যেন এক প্রকার কৌতুকের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গ্রামবাসীদের দাবি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের আশা—সরকারের কাছে এই দূরবর্তী জনপদের বাস্তব চিত্র একদিন পৌঁছাবে এবং প্রকৃত অর্থেই উন্নয়নের ছোঁয়া মিলবে পূর্ব ছামনু সত্যবান কারবারি পাড়ায়।

