বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন

আগরতলা, ২৯ অক্টোবরঃ খোয়াই জেলার চাম্পাহাউর থানার অন্তর্গত শিকারিবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিন যুবক। আজ দুপুরে একটি বাইক ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, টমটম চালক বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। ওই সময় খোয়াই জেলার চাম্পাহাউর থানার অন্তর্গত শিকারিবাড়ি এলাকায় একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয়। তাতেই গুরুতর আহত হয়েছেন তিনজন। দূর্ঘটনার সময় টমটমে কোনো যাত্রী ছিল না৷ আহতদের নাম সাগর দেববর্মা, রুহিন দেববর্মা ও তাপস দেববর্মা। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।