প্রদেশ বিজেপি-র সাংগঠনিক সমস্যা নিরসনে রুদ্ধশ্বাস বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের

আগরতলা, ২৯ অক্টোবর : বর্তমান ত্রিপুরার রাজ্য-রাজনীতিতে উত্তেজনার পারদ চরমে পৌঁচ্ছেছে। এই প্রেক্ষাপটে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল সংযোজক তথা সাংসদ (ডাঃ) সম্বিত পাত্র, রাজ্য প্রভারি ড. রাজদীপ রায় সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আসন্ন নির্বাচন ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানালেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, ইতিমধ্যে শান্তিরবাজারের ঘটনার পর বিজেপির শরিক দলের প্রধানের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার । জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে শরিক দলের সাথে আলোচনা হয়ে থাকে।

এদিন তিনি আরও বলেন, সিভিল সোসাইটির ডাকা বনধ এবং সম্প্রতি শান্তিরবাজারের ঘটনা নিয়ে ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছে শাসক দল বিজেপি। জাতি জনজাতিদের নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি সরকার। প্রতিনিয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন এবং আগামীদিনেি গ্রহণ করছেন। তাছাড়া, আজকের এই বৈঠকে আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।