নয়াদিল্লি, ২৬ অক্টোবর: রবিবার, রাষ্টপতি দ্রৌপদী মুর্মু উত্তর প্রদেশের গাজিয়াবাদে অবস্থিত ইন্দিরাপুরাম এর যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে তিনি বলেন, ‘‘নিজি খাতের ভাল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি একটি সুস্থ এবং উন্নত ভারতের লক্ষ্য অর্জনে অপরিসীম অবদান রাখতে পারে।’’ তিনি আরও উল্লেখ করেন, ‘‘স্বাস্থ্যসেবা বিস্তার এবং মান নিশ্চিত করা সকল পক্ষের দায়িত্ব, যাতে দেশের কোন নাগরিক কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত না হন।’’
রাষ্টপতি মুর্মু বলেন, ‘‘স্বাস্থ্যসেবা জাতি গঠনের একটি অপরিহার্য অঙ্গ।’’ তিনি জানান, সরকার দেশের সর্বত্র স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো, প্রতিষ্ঠান ও সেবা শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘‘সরকারের এই সমস্ত উদ্যোগ একটি সুস্থ এবং উন্নত ভারত গঠনে অবদান রাখছে, তবে একই সঙ্গে ব্যক্তিগত খাতকেও এই ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করা উচিত।’’
রাষ্টপতি মুর্মু যশোদা হাসপাতালের অবদানকে প্রশংসা করে বলেন, ‘‘কোভিড-১৯ মহামারির সময় এই হাসপাতাল বিশাল সংখ্যক রোগীর চিকিৎসা করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই হাসপাতাল জাতীয় টিবি নির্মূল কর্মসূচির মতো সরকারি প্রকল্প গ্রহণ করেছে, যা প্রশংসনীয়।’’ রাষ্টপতি যশোদা হাসপাতালকে সিকল সেল অ্যানিমিয়া সম্পর্কিত জাতীয় অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি হাসপাতালের কর্তৃপক্ষকে পরামর্শ দেন, ‘‘ক্যান্সারসহ গুরুতর রোগের চিকিৎসায় গবেষণা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’’ রাষ্টপতি মুর্মু বলেন, ‘‘চিকিৎসা ক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অগ্রাধিকার হওয়া উচিত।’’
রাষ্টপতি মুর্মু যশোদা মেডিসিটির ‘সকলের জন্য সাশ্রয়ী এবং বিশ্বমানের স্বাস্থ্যসেবা’ মিশনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘‘এটি শুধু স্থানীয়, বরং জাতীয় পর্যায়ে স্বাস্থ্য খাতে নতুন দিশা দেখাবে।’’ তিনি আরও বলেন, ‘‘সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের উৎকৃষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় ভারত শীঘ্রই একটি বিশ্বমানের স্বাস্থ্য গন্তব্য হিসেবে আরো পরিচিতি পাবে।’’

