আগরতলা, ২৬ অক্টোবর:
নিজের দৈনন্দিন জীবনে স্বদেশী জিনিস ব্যবহার করার শপথ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১২৭ তব পর্ব ছিল। সেই অনুষ্ঠানেই মন কি বাত পর্ব শেষে স্বদেশী জিনিসপত্র ব্যবহারের শপথ গ্রহন করেন সাংসদ রাজিব ভট্টাচার্য। আজ কমলাসাগর মন্ডলের অন্তর্গত ১৬ নং বুথের সকল কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শ্নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১২৭তম সংস্করণ শ্রবণ করেন সাংসদ।
তিনি বলেন, আজকের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী নিজের দৈনন্দিন জীবনে স্বদেশী জিনিসপত্র ব্যবহার করার শপথ গ্রহন করেছেন। তিনি আরো বলেন, এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সকলের কাছে শুধু একটি শ্রবণসভা নয়, বরং দেশগঠনের পথে নতুন অনুপ্রেরণা ও দিকনির্দেশনা লাভের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশসেবার চেতনা, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং আত্মনির্ভর ভারতের আহ্বান আমাদের প্রত্যেকের মনে নতুন উদ্যম জাগিয়ে তোলে।

