লুধিয়ানায় বাড়িতে আতশবাজি বিস্ফোরণে ২৪ জন গুরুতর আহত, শিশুদের সংখ্যা ১০

চণ্ডীগড়, ২৩ অক্টোবর :

পাঞ্জাবের লুধিয়ানা শহরে বৃহস্পতিবার একটি বাড়িতে সঞ্চিত আতশবাজি আচমকাই আগুন ধরে যাওয়ায় ২৪ জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে ১০ জন শিশু।

বিস্ফোরণের ফলে বাড়ির ভেতরে থাকা মানুষদের মধ্যে ভয়াবহ অশান্তি সৃষ্টি হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অর্ধডজনের বেশি ফায়ার ব্রিগেডের যানবাহন আগুন নেভাতে ব্যবহার করা হয়।

স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে, এবং আহতদের মধ্যে শিশুদের প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে।