বেলবাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পাটকেলে আহত অনেকে

আগরতলা, ২২ অক্টোবর : মুখ্যমন্ত্রীর জনসভায় অংশ নিতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বেলবাড়ি এলাকা। আজ জিরানিয়া থানার অন্তর্গত খুমতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিজেপি সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। ওই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক।

জানা গেছে, মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বিজেপি কর্মী-সমর্থকেরা গাড়িবহর নিয়ে সভাস্থলে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই তাঁদের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ফলে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে পড়েন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ রাজ্য নেতৃত্বের গাড়িবহর। অনেক বিজেপি কর্মী ও সমর্থককে হুমকি দিয়ে সভাস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কয়েকটি গাড়িকে মাঝপথ থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি।

ওই ঘটনার জন্য সরাসরি অভিযোগের তির বিজেপির শরিক দল তিপরা মথা-র দিকে উঠেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।