জিবি হাসপাতালে সাপের আতঙ্ক, বিষধর সাপ দেখে চাঞ্চল্য

আগরতলা, ২০ অক্টোবর : জিবি হাসপাতালের একটি ওয়ার্ডে একসঙ্গে দুটি বিষধর সাপ দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপে একটিকে ধরা গেলেও, অন্যটি এখনও উধাও। এতে চরম আতঙ্কে রয়েছেন ওয়ার্ডে ভর্তি রোগীরা এবং তাঁদের পরিজনরা।

আজ সকালে হাসপাতালের একটি ওয়ার্ডে হঠাৎই রোগীদের চোখে পড়ে দুটি সাপ। সঙ্গে সঙ্গে বিষয়টি নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে একটিকে ধরে ফেলা সম্ভব হলেও, আরেকটি সাপ কোথায় গায়েব হয়ে যায় তা স্পষ্ট নয়। ফলে আতঙ্ক আরও বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধরা পড়া সাপটি ছিল স্পষ্টতই বিষধর প্রজাতির। তবে উধাও হওয়া সাপটিকে খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এই ঘটনার পর রোগীদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।