নয়াদিল্লি, ১৮ অক্টোবরঃ ধনতেরস উপলক্ষে শনিবার দেশবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ (পূর্বতন টুইটার) দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমার দেশের সমস্ত পরিবারকে হৃদয় থেকে ধনতেরসের শুভেচ্ছা জানাই। এই পবিত্র দিনে আমি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। ভগবান ধন্বন্তরির আশীর্বাদে সকলের জীবন হোক কল্যাণময়।”
ধনতেরস বা ধনত্রয়োদশী হিন্দুদের দীপাবলি উৎসবের সূচনা দিবস। এই দিনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালানো হয়, গাওয়া হয় ভক্তিমূলক সংগীত এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয় নানা রকম মিষ্টান্ন।
প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও এক্স-এ পোস্ট করে লেখেন, “ধনতেরসের এই পবিত্র উৎসবে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবান ধন্বন্তরি যেন সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনেন, এই প্রার্থনা করি।”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও ধনতেরস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “ধনতেরসের এই শুভ দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরির আশীর্বাদে আপনার জীবন হোক সুখ, সমৃদ্ধি ও আনন্দে পরিপূর্ণ – এই শুভ কামনা রইল।”
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এক্স-এ পোস্ট করে লেখেন, “ধনতেরসের এই পবিত্র উৎসবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অগাধ শুভেচ্ছা। মা লক্ষ্মীর অপরিসীম কৃপায় আপনার ঘর ও আঙিনা ভরে উঠুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও আনন্দে – এই প্রার্থনা করি।”
উল্লেখ্য, ধনতেরসের দিন বহু মানুষ নতুন ধাতব সামগ্রী কেনেন, যা শুভ বলে মনে করা হয়। এই উৎসব মূলত স্বাস্থ্য, সম্পদ ও কল্যাণের আরাধনার দিন।

