গন্ডাছড়ায় নিখোঁজ কাঠমিস্ত্রি সূর্য মোহন দাস, প্রশাসনের নীরবতায় আমরা বাঙালির চরম ক্ষোভ

গন্ডাছড়া, ১৮ অক্টোবর: ধলাই জেলার গন্ডাছড়ার হরিপুর গ্রামের ১২ ঘাট এলাকার বাসিন্দা ও পেশায় কাঠমিস্ত্রি সূর্য মোহন দাস গত ৯ অক্টোবর কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। পরিবার থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও, অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের তৎপরতা বা তদন্তের অগ্রগতি দেখা যাচ্ছে না।

সূর্য মোহন দাসের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাঙালি মহলে চরম উদ্বেগ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই আমরা বাঙালি এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছে এবং অবিলম্বে সূর্য মোহন দাসের সন্ধানে দ্রুত তদন্ত শুরু করার দাবি জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গন্ডাছড়ায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন এবং গত বছরের এক জনজাতি অংশের মানুষের মৃত্যুকে ঘিরে যে ভয়াবহ দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই স্মৃতি এখনো টাটকা। ২০২৩ সালের ১২ জুলাই শত শত বাঙালিদের বাড়িঘর, দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাট চলে গবাদি পশু থেকে শুরু করে ঘরের জিনিসপত্র পর্যন্ত। বহু মানুষ আজও সেই ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে উঠতে পারেননি।

সূর্য মোহন দাসের পরিবারের দাবি, নিখোঁজ ডায়েরি করার পর এতদিন পেরিয়ে গেলেও থানার পক্ষ থেকে কোনো আশ্বাস বা অগ্রগতি জানানো হয়নি। গন্ডাছড়ার মতো ছোট এলাকায় এতদিনেও কোনও তথ্য উঠে না আসা অত্যন্ত দুঃখজনক ও সন্দেহজনক।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে নীরবতা পালন করছে? রাজনৈতিক পক্ষপাতিত্ব কি তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমরা বাঙালি বক্তব্য,যে জাতি দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছে, আজ সেই বাঙালি জাতিই বারবার অবহেলিত ও নিপীড়িত হচ্ছে। ব্রিটিশ আমলেও মাথা নত করেনি এই জাতি, আজ তাদের নেতারা দিল্লির রাজনীতিকদের মন রক্ষা করতেই ব্যস্ত।

তাদের দাবি, বিপ্লব দেবের নেতৃত্বে এক সময় ত্রিপুরায় গণআন্দোলন গড়ে তোলা গেলেও গন্ডাছড়ার বাঙালিদের উপর আক্রমণের সময় কেউ পাশে এসে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী বা অন্য কোনও শাসকদলের নেতা ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছাননি। মাসখানেক পরে কিছু ক্ষতিপূরণ দেওয়া হলেও আসল দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আমরা বাঙালির তরফ থেকে গভীর উদ্বেগের সঙ্গে সূর্য মোহন দাসের ঘটনার তদন্ত ও রহস্য উন্মোচনের দাবি জানাচ্ছি। শুধু নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করাই নয়, যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। এই ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয় মহল।