সাইবার প্রতারণা মামলায় কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালায় সিবিআই-এর অভিযান, গ্রেফতার ৩ জন

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) ‘অপারেশন চক্র V’-এর আওতায় কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার একাধিক স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। এই অভিযান এক বৃহৎ সংগঠিত সাইবার-নির্ভর পার্ট-টাইম চাকরি এবং বিনিয়োগ প্রতারণা মামলার তদন্তের অংশ। সিবিআই গতকাল এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। অভিযোগ, প্রতারণাকারীরা ভারতজুড়ে হাজার হাজার নিরীহ নাগরিককে ভুয়ো অনলাইন স্কিমের মাধ্যমে কোটি কোটি টাকা ঠকিয়েছে।

সিবিআই-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তরা এবং তাদের সহযোগীরা দেশজুড়ে, বিশেষত বেঙ্গালুরুতে এক জটিল শেল কোম্পানির জাল তৈরি করেছিল, যার মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন ও মানি লন্ডারিং চালানো হয়। অভিযুক্তরা ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণামূলক স্কিম প্রচার করত এবং জাল পরিচয়পত্র ও ভুয়ো ডিজিটাল সই ব্যবহার করে বহু শেল কোম্পানি খুলত। এরপর সেই কোম্পানিগুলির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করা হত।

সিবিআই আরও জানায়, এই প্রতারণার পিছনে বিদেশি চক্রেরও হাত রয়েছে। বিদেশি নিয়ন্ত্রিত সংস্থাগুলির নির্দেশে একাধিক ভারতীয় নাগরিক অনলাইন জুয়া ও বিনিয়োগ প্রতারণার মতো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল। তদন্তে এমন এক আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিস মিলেছে, যার আর্থিক লেনদেনের প্রমাণ বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেছে। সংস্থা জানিয়েছে, এই চক্রের আর্থিক প্রবাহ বিশাল এবং আন্তঃদেশীয় পর্যায়ে বিস্তৃত।