সালগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী

বিশালগড়, ১৪ অক্টোবর:
আবারও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে সালগর বাইপাস সংলগ্ন চন্দ্রনগর চৌমুহনী এলাকায় একটি বিদ্যুৎচালিত টমটম ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক বাইক আরোহী।

ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাইক আরোহীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এলাকায় যানবাহনের ভিড় থাকায় দুর্ঘটনাটি হঠাৎ করেই ঘটে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।