দেশজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, মহারাষ্ট্রে ১৫ অক্টোবর থেকে বজ্রঝড়, কৃষকদের জন্য সতর্কতা জারি

নয়াদিল্লি, ১৩ অক্টোবর : ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল অঞ্চলে বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। একইসঙ্গে ওড়িশা, তেলেঙ্গানা ও লক্ষদ্বীপে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিল্লিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

মহারাষ্ট্রে কয়েকদিনের শুষ্ক আবহাওয়ার পর ১৫ অক্টোবর থেকে বজ্রঝড়সহ বৃষ্টিপাতের নতুন ধারা শুরু হবে বলে জানিয়েছে আইএমডি। এই আবহাওয়া পরিস্থিতি ১৮ অক্টোবর পর্যন্ত চলতে পারে। বিশেষত বিদর্ভ, মরাঠওয়াড়া ও মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। খান্দেশ ও মধ্য মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় তুলনামূলক কম মাত্রার বজ্রঝড় হতে পারে।

কৃষি দফতর কৃষকদের ফসল সুরক্ষার জন্য সতর্ক করেছে এবং ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা নিতে বলেছে। কৃষকদের আবহাওয়ার আপডেট মনোযোগ দিয়ে দেখতে পরামর্শ দেয়া হয়েছে।

আগামীকালও উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মাহে, দক্ষিণ কর্ণাটক, পুদুচেরি ও কারাইকাল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা ও লক্ষদ্বীপে পরবর্তী দুই দিন বজ্রঝড় ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কেরল ও তামিলনাড়ুতে আগামী সাত দিন ভারী বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে।

আইএমডি-এর এই সতর্কবার্তা সাধারণ মানুষ এবং কৃষকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।