পরকীয়া লিপ্ত হয়ে পালিয়ে গেল দুই সন্তানের জননী, প্রশাসনের দ্বারস্থ স্বামী

আগরতলা, ১৩ অক্টোবর:
পরকীয়া লিপ্ত হয়ে পালিয়ে গেল দুই সন্তানের জননী। এমনই অভিযোগ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন স্বামী। ঘটনা নন্দননগর পালপাড়া এলাকায়।

ঘটনার বিবরণে ঐ মহিলার স্বামী মৃদুল মিয়া জানিয়েছেন, ২৮শে সেপ্টেম্বর ঘরে থাকা স্বর্ণালংকার এবং নগদ কিছু অর্থসহ পালিয়ে যান ওই মহিলা। সঙ্গে তার দুই সন্তান ছেলে ও মেয়েকে নিয়ে গেছেন। পরবর্তী সময় বহু খোঁজ খবরের পর মৃদুল জানতে পারেন তার স্ত্রী সন্তানদের তার শ্বশুরবাড়িতে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছেন। এদিকে স্বর্ণালংকার নগদ অর্থসহ নিজের সন্তানদের ফিরে পেতে থানার দারস্থ্য হয়েছেন ঐ ব্যক্তি। তার দাবি, স্বর্ণালংকার নগদ অর্থসহ তার শিশুদের ফিরিয়ে দিতে হবে। জানা যায় হৃদয় নামে একটি ছেলে ওই মহিলার বাড়িতে গাড়ি চালাতে আসতো। তখনই তাদের আলাপ হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওই মহিলার স্বামীর। এখন নিজের সন্তান এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ ফিরে পেতে প্রশাসনের নিকট সাহায্য চেয়েছেন ওই ব্যক্তি। এখন দেখার প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে।