আগরতলা, ১৩ অক্টোবর:
পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাধাগোবিন্দ দেবনাথ। জানা যায় গতকাল সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর সিপিআই ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা রাধাগোবিন্দ দেবনাথ রবিবার দুপুরে চাম্পামুড়ার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলেও ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় পরিবার-পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত খুঁজেও ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আজ সকালে মৃতের ছেলে পুকুর এলাকায় তার বাবাকে খুঁজতে এলে পুকুরের মধ্যে তার বাবার মৃতদেহ ভেসে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্য সহ আশপাশ এলাকার জনগণ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধুয়াশার সৃষ্টি হয়েছে।

