আগরতলা, ১৩ অক্টোবর : রাজধানী আগরতলা সংলগ্ন বোধজংনগর থানার অন্তর্গত আমতলী কালিকা কালিতলা এলাকায় এক গৃহবধূকে নির্মমভাবে মারধর করার পর গায়েব করে ফেলার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ মহিলার নাম বিশাখা সরকার (৩২)। তিনি স্থানীয়ভাবে গৃহস্থালির কাজ করতেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, বিশাখা সরকার কাজের টাকা আনতে আমতলী লস্করপাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং পরবর্তীতে রহস্যজনকভাবে গায়েব হয়ে যান তিনি।
ঘটনার পর বিশাখা সরকারের পরিবার বোধজংনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে এবং অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ মহিলার কোনো খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিশাখাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে তাকে গায়েব করে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত পুলিশের কঠোর পদক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সমগ্র আমতলী ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

