গুয়াহাটি, ১১ অক্টোবর – জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে চলা তদন্তে বড় অগ্রগতি। দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে আসাম পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শনিবার এক সাংবাদিক বৈঠকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্ত।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক ইয়ট পার্টিতে সাঁতার কাটার সময় ডুবে যান যুবেন গার্গ। যদিও মৃত্যুর পর থেকেই বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, এবং সেই অনুযায়ী টক্সিকোলজি রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে গুপ্ত জানান, “ভিসেরা রিপোর্টটি গৌহাটি মেডিকেল কলেজের সেই চিকিৎসক প্যানেলের কাছে পাঠানো হয়েছে, যারা গায়কের ময়নাতদন্ত করেন। রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই আদালতে পেশ করা হবে ও পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা পুলিশি হেফাজতে রয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুরে উপস্থিত একাধিক ব্যক্তিকেও নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই এসআইটি-এর সামনে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন। বাকিরা শীঘ্রই তদন্তে অংশ নেবেন বলে আশা।
সিঙ্গাপুরে তদন্তের জন্য কেন্দ্র সরকারের মাধ্যমে পাঠানো হয়েছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর), যা বর্তমানে সিঙ্গাপুর সরকারের বিবেচনাধীন রয়েছে। আন্তর্জাতিক আইন মেনে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই স্থানীয়ভাবে প্রমাণ সংগ্রহের কাজ করবে বলে জানিয়েছেন এডিজিপি।
তিনি আশ্বস্ত করেন, “মামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই চার্জশিট জমা দেওয়ার জন্য এসআইটি সচেষ্ট।”
যুবেন গার্গের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম। এখন সকলের নজর চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট এবং এসআইটি-এর চার্জশিটে। তদন্তে বিষক্রিয়া প্রমাণিত হলে, মামলাটি অন্য এক মোড়ে পৌঁছাতে পারে বলেই ধারণা।

