আগরতলা, ১১ অক্টোবর : ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রথম স্ত্রীকে না ছেড়ে দ্বিতীয় বিয়ে করায় প্রমাণপত্র সংক্রান্ত জটিলতায় পড়েছেন এক ব্যক্তি। শেষমেশ দুই স্ত্রীকে নিয়ে হাজির হয়েছেন মহিলা থানায় সমাধানের আশায়। তাঁর দাবি, দুই স্ত্রীকে নিয়েই সংসার করতে চায় সে।
জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম বিয়ে করেন ওই ব্যক্তি। শুরুতে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই চললেও সময়ের সঙ্গে সম্পর্কের মধ্যে আসে দূরত্ব ও নানান সমস্যা। এই অবস্থাতেই শান্তির বাজারে কীর্তনের একটি অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে গড়ে ওঠে ভাই-বোনের সম্পর্ক, পরে তা রূপ নেয় প্রেমে। সেই সম্পর্ককে আইনগত রূপ দিয়ে প্রায় সাত দিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি জানান, আমি দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই।
অন্যদিকে, প্রথম স্ত্রীর বক্তব্য, আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব, কিন্তু দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নয়। তবে দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন, আমি সংসার করতে রাজি, যদি প্রথম স্ত্রীও থাকেন। এই জটিল পরিস্থিতিতে শেষ পর্যন্ত উদয়পুর মহিলা থানায় উপস্থিত হন স্বামী ও দুই স্ত্রী। মূল সমস্যা উঠে এসেছে স্বামীর আধার কার্ড ও অন্যান্য নথিতে স্ত্রীর নামসংক্রান্ত বিভ্রান্তি ও আপডেট সংক্রান্ত জটিলতা নিয়েই।

