ছাগল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই, তুলে দেওয়া হয় পুলিশের হাতে

বিশ্রামগঞ্জ, ৯ অক্টোবর : ছাগল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বলেরো মালবাহী গাড়ি নিয়ে দুই যুবক ছাগল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় এলাকাবাসীর নজরে পড়ে ঘটনাটি। তারা দেখতে পান, ওই দুই যুবক দেওয়ান বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে দুটি ছাগল গাড়িতে তুলে নিচ্ছে। সঙ্গে সঙ্গে সন্দেহভাজনদের ধরে ফেলে স্থানীয়রা এবং শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা। পরে দুই যুবককে গণধোলাই দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

অভিযুক্ত দুই যুবকের নাম মরম আলী ও জসীম উদ্দিন। তাদের মধ্যে একজনের বাড়ি সোনামুড়া এলাকায়, অন্যজনের মেলাঘরে বলে জানা গেছে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন এবং চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।