জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা উত্তরবঙ্গে ঘটেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ অক্টোবর: ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। এটা প্রমাণ করে তৃণমূল কীভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক হিংসায় মেতে আছে। আসলে জাতীয় পর্যায়ে মূল ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা উত্তরবঙ্গে ঘটেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ক্রমশ খারাপ হওয়া বন্যা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। বহু এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ গৃহহীন, চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতরা। এই পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দিতে গেলে সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তাঁদের সঙ্গী দলকে “প্রাণঘাতী অস্ত্র” নিয়ে আক্রমণ করে একদল তৃণমূল সমর্থিত দুষ্কৃতী।

ড. সাহা বলেন, ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। এটা প্রমাণ করে, তৃণমূল কীভাবে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক হিংসায় মেতে আছে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি কলকাতা থেকে তিন-চারজন এসেছে, কিন্তু তারা কি করবে তা জানা নেই। আসলে এই সমস্ত নাটক জাতীয় পর্যায়ে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। উত্তরবঙ্গের মানুষ সব দেখছে। ভোটের সময় এরা আসে, আর ঋণাত্মক ভোটব্যাঙ্ক নিয়ে ফিরে যায়। জনগণ এখন সচেতন, কে পাশে থাকে আর কে সুযোগ নিয়ে রাজনীতি করে সব চিনে গেছে। তাঁর কথায়, বঙ্গের বুকে পাথরের মত চেপে বসে আছে শাসক দল তৃনমূল। এখন বঙ্গের মুক্তি পাওয়া প্রয়োজন রয়েছে।