হিমন্ত বিশ্ব শর্মার তীব্র আক্রমণ গৌরব গগৈর বিরুদ্ধে, ‘বিদেশি সন্তানদের’ নাগরিকত্ব নিয়েও তুললেন প্রশ্ন

গুয়াহাটি, ৭ অক্টোবর: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন। প্রয়াত শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে গগৈর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “গৌরব গগৈ জুবিন গার্গকে কী বিচার দেবে? জুবিন ছিলেন অসমীয়া ও ভারতীয়। কিন্তু গৌরব গগৈ তাঁর সন্তানদের বিদেশি নাগরিক বানিয়েছেন।”

হিমন্ত আরও বলেন, “তিনি নিজে ভারতীয়, আর তাঁর পরিবারে বাকি তিনজন বিদেশি! এই অবস্থায় মুখ্যমন্ত্রী হলে, কোন আধিকারিক তাঁর কাছে যাবে?” তিনি বলেন, “তাঁর যদি সত্যিই অসমীয়া জাতিসত্তার প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে অন্তত এখনই সন্তানদের জন্য ভারতীয় নাগরিকত্বের আবেদন করা উচিত।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, জোরহাট নির্বাচনের সময় ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত ও গৌরব গগৈর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল। তাঁরা একে অপরের ‘বুন্দিয়া-ভুজিয়া’—মানে অবিচ্ছেদ্য বন্ধু। তিনি জানান, শ্যামকানুর ফেসবুক পোস্ট ঘেঁটে দেখা গেলে সেই সম্পর্ক স্পষ্ট বোঝা যায়।

জুবিন গার্গের রহস্যময় মৃত্যু এবং শ্যামকানু মহন্তর আর্থিক অনিয়মের তদন্তে সিআইডি সক্রিয়। এই প্রেক্ষিতে গৌরব গগৈকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সিএএ আন্দোলনের সময় যেমন মামলা রুজু হয়েছিল, তেমনি এবারও যারা বিমানবন্দর, সরুসজাই স্টেডিয়ামে আতঙ্ক সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ওমনিবাস মামলা হবে। কেউ ছাড় পাবে না।”

সাংসদ গগৈর বিরুদ্ধে উস্কানিমূলক এবং অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে মামলা রুজুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গগৈর একটি মন্তব্য—”জুবিন গার্গ মারা গেলে রাজ্যের বাইরে দোকানপাট জ্বলে ওঠে”—কে তিনি ‘অসাংবিধানিক ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারী’ বলে ব্যাখ্যা করেন।

এই সব মন্তব্যে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুবিন গার্গের মৃত্যু, নাগরিকত্ব বিতর্ক এবং রাজনীতিকদের পারিবারিক বিষয়কে ঘিরে রাজ্য রাজনীতিতে বড় মাপের সংঘর্ষ দেখা দিতে পারে।