আগরতলা, ৭ অক্টোবর : উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। আজ দুই নেতার সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন সাংসদ বিপ্লব কুমার দেব।
শ্রী দেব সামাজিক মাধ্যমে লেখেন, ক্রমেই জনআস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে তিনি সরকারকেই দলীয় অস্ত্রে পরিণত করে জঙ্গলরাজ, সন্ত্রাস ও রক্তঝরার রাজনীতিকে আঁকড়ে ধরেছেন। বর্তমানে ‘মমতাহীন মমতা শাসন’-এ প্রতিদিনই এক একটি কলঙ্কময় অধ্যায় রচিত হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করে তাঁর অভিযোগ, মানুষের সমর্থন হারিয়ে তৃণমূল এখন বিরোধীদের কণ্ঠরোধ করতে দুষ্কৃতীদের ব্যবহার করছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই হামলা চালানো হয়েছে।

