আগরতলা, ৬ অক্টোবর : স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি রাজু দত্ত ও মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে অভিযুক্তকে আটক করে জিজ্ঞেসাবাদ চালানো হচ্ছে
ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার থানায় কর্মরত কনস্টেবল রাজেশ রিয়াং এর সহধর্মীনি কাসুতি রিয়াং ( ৪০ ) রবিবার বগাফাস্থিত নিজ বাসভবনে আত্মহত্যার পথ বেছে নেয়। পরবর্তী সময় মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। কাসুতি রিয়াং এর অস্বাভিবিক মৃতুর জন্য স্বামীকে দায়ী করে পরিবারের পক্ষথেকে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ হাতে পেয়ে ওসি রাজু দত্ত ও মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে অভিযুক্তকে আটক করে জিজ্ঞেসাবাদ চালানো হচ্ছে।
এই নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখূন হয়ে ওসি রাজু দত্ত জানান, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু নিয়ে শান্তির বাজার থানায় ২০২৫ এর ২৩ নাম্বার কেইসে ৮৫/ ৬১ ( ২ ), ১০৩ ( ১ ), ২৩৮ বি এন এস এক্টে হাতে মামলা নেওয়া হয়েছে। এই কেইসের দায়িত্বভার দেওয়া হয়েছে মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাসকে। সকলে আশাবাদী ওসি জয়ন্ত দাস ও ওসি রাজু দত্তের নেতৃত্বে কোনো অপরাধী পার পাবেনা। হাতে অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যে এইভাবে তদন্ত শুরু করাতে শান্তির বাজার থানার পুলিশকে সকলে ধন্যবাদ জানান।

