সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতা পৌঁছলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা,৩ অক্টোবর: পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে কলকাতা পৌঁছলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিপ্লব কুমার দেবকে ইতিমধ্যেই সহ-প্রভারি পদে নিয়োগ করেছে বিজেপি। নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তাঁকে রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে উপস্থিত থাকতে দেখা যাবে বলে সূত্রের খবর।
বিজেপি নেতৃত্বের দাবি, বিপ্লব দেবের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনে নতুন দিশা দেবে।