সাব্রুমে পুলিশের অভিযানে সাফল্য, ১০৫ বোতল বিলিতি মদ আটক

সাব্রুম, ৩০ সেপ্টেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের অভিযানে মিলল বড় সাফল্য। পূজার মরসুমে নেশামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার থাইবুং পালপাড়া ও জলেফা রামজি পাড়া এলাকা থেকে ১০৫ বোতল বিলিতি মদ আটক করেছে।

এই অভিযান পরিচালিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার আই.পি.এস মরিয়া কৃষ্ণার নির্দেশে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাস আজ দুপুর দুইটা নাগাদ সংবাদমাধ্যমকে জানান, আসন্ন দুর্গাপূজো উপলক্ষে নেশাজাত দ্রব্যের অবৈধ বিক্রি ও পাচার রুখতেই এই অভিযান। স্থানীয় মানুষদের সহযোগিতা থাকলে পুলিশের এই উদ্যোগ আরও ফলপ্রসূ হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পূজার সময় যাতে যুব সমাজ নেশা এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকে, সেই লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে এমন শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অপু দাস।