বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর : ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্ণাটকের সাবেক জেডি(এস) সাংসদ প্রাজ্বল রেভান্না সাজা বাতিলের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। তিনি তাঁর আবেদনে অভিযোগ দায়েরের তিন বছরের দেরি, গুরুত্বপূর্ণ প্রমাণের অনুপস্থিতি এবং ফরেনসিক রিপোর্টের বিরোধাভাসকে রায় চ্যালেঞ্জ করার ভিত্তি হিসেবে তুলে ধরেছেন।
হাসান আসনের প্রাক্তন সাংসদ রেভান্না তাঁর আবেদনে প্রসিকিউশনের মামলার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেন। তিনি দাবি করেন, এফআইআরে মহিলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কথা বলা হলেও অভিযোগিত ঘটনার তিন বছর পর ২০২৩ সালে ওই মহিলা একটি ফার্মহাউসের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেন, যা অভিযোগকে দুর্বল করে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পুলিশ ঘটনাটির তিন বছর পর অভিযোগ নথিভুক্ত করেছে। রেভান্নার আইনজীবী প্রমাণে অসঙ্গতিও তুলে ধরেন। তিনি জানান, অভিযোগকারী মহিলা স্টোররুম থেকে উদ্ধার করা পোশাক ও ব্যাগ শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, যে মোবাইল ফোনে অভিযুক্ত ভিডিও থাকার দাবি করা হয়েছে সেটি বাজেয়াপ্তই করা হয়নি। এছাড়া তালাবদ্ধ ঘর থেকে উদ্ধারকৃত কথিত বীর্যদাগযুক্ত পোশাক নিয়ে ফরেনসিক রিপোর্টে অসঙ্গতি রয়েছে।
রেভান্না হাইকোর্টকে মামলাটি পুনর্বিবেচনা করে নিম্ন আদালতের রায় বাতিলের আবেদন করেছেন। উল্লেখ্য, গত ২ আগস্ট মাইসুরুতে ৪৭ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণ ও ঘটনাটি রেকর্ড করার অপরাধে আদালত প্রাজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ লক্ষ টাকা জরিমানা করে, যা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

