আগরতলা, ২৭ সেপ্টেম্বর: কদমতলা থানার পুলিশের জালে ধরা পড়ল বহুদিনের কুখ্যাত নেশা কারবারি জগতের বাদশা জাকির হোসেন।
বাম আমল থেকে শুরু করে রাম আমল পর্যন্ত চুড়াইবাড়ি এলাকায় তার নেশ কারবারে আধিপত্য অব্যাহত ছিল। কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক এই নেশা ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশের নজর এড়িয়ে চলছিলেন।কয়েক মাস আগে তার ছোট ভাই অসম-ত্রিপুরা সীমান্ত এলাকায় নেশা সামগ্রীসহ অসম পুলিশের হাতে ধরা পড়ে। দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে নেশার সাম্রাজ্য গড়ে তোলে। রাজনৈতিক গেরাকল এবং প্রশাসনিক উদাসীনতার কারণে এতদিন জাকিরকে কেউ ধরতে পারেনি। অবশেষে শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা থানার সাময়িক ভারপ্রাপ্ত ওসি সনজিৎ সেনের নেতৃত্বে পুলিশ় ও বিএসএফ গোয়েন্দা বিভাগের জওয়ানরা ইয়াকুবনগর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তায় অভিযান চালায়।
রাত প্রায় ৮টার সময় টিআর০৫জি০২৬৬ নম্বরের একটি সুজুকি বেলিনো গাড়ি আটক করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিনিয়াস দেববর্মা ও মহকুমার পুলিশ অধিকারিক জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির নিচ থেকে উদ্ধার হয় ১,৯৫০টি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে আটক হন গাড়ির চালক তথা কুখ্যাত নেশা কারবারি মোঃ জাকির হোসেন পিতা–আফতাব আলী, বাড়ি–কদমতলা কুর্তি বিধানসভার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত ৩নং ওয়ার্ড় এলাকায়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । শনিবার তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়।

